যুক্তরাষ্ট্রে উষ্ণ মাস যত ঘনিয়ে আসছে, অনেক নাগরিকরা সন্ধ্যায় আরও বেশি দিনের আলো দেখতে পাবেন। কেননা শুরু হচ্ছে ডেলাইট সেভিং টাইম।
এই ডেলাইট সেভিং টাইম হলো, প্রতি বসন্তে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে রাখার অভ্যাস। এটি বছরের মার্চ মাসের দ্বিতীয় রবিবার থেকে শুরু হয়ে নভেম্বরের প্রথম রবিবারে শেষ হয়।
চলতি বছর ডেলাইট সেভিং টাইম সময় ৯ মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এক ঘন্টা ঘুম হারাবে।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বর্ষবরণ আয়োজন
বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বর্ষবরণ। যেখানে এবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টাইম জোনের হিসাবে বর্ষবরণ শুরু হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। শহরটির স্কাই টাওয়ারে আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেওয়া হয় ২০২৫ সালকে।
বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইম স্কয়ারে উদযাপিত হয় বর্ষবরণ। বল ড্রপ ঐতিহ্যে বরণ করা হয় নতুন বছর।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস এলাকায় নানা রঙের আলোকচ্ছটায় উজ্জ্বল হলো রাতের আকাশ। নিচে পানিতে তার চোখজুড়ানো প্রতিচ্ছবি। চারপাশে মানুষের উল্লাস।
নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনেও।
ঈগলকে ২৫০ বছর পর জাতীয় পাখির স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
অবশেষে বল্ড্ বা টাক ঈগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে সাদা মাথা ও হলুদ ঠোঁটের এ শিকারি পাখিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
যদিও বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে সাদা মাথার ঈগল একটি জাতীয় প্রতীক হয়ে ছিল। যেখানে ১৭৮২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে (গ্রেট সিল অব দ্য ইউএস) এ পাখির ছাপ দেখা যায়। কিন্তু এতদিন সরকারিভাবে এটিকে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি।
আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহে জাতীয় পাখি উল্লেখ করে এমন ঈগলকে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের কাছে পাঠানো হয়।
নিউইয়র্ক-নিউজার্সির সংযোগ সেতু ও টানেলের টোল বাড়ছে
আসছে বছরে নিউইয়র্ক ও নিউজার্সির জনগণের নতুন মাথা ব্যথা কারণ হতে যাচ্ছে ‘টোল’। কেননা দুটি শহরের মেট্রো এলাকায় সেতু ও টানেলের টোলের খরচ বাড়াচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
নিউইয়র্ক ও নিউজার্সির বন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে জর্জ ওয়াশিংটন, বেওন্নে, গোয়েথালস ব্রিজ, দ্য আউটারব্রিজ ক্রসি, দ্য লিংকন ও হল্যান্ড টানেলে টোল বৃদ্ধি করা হচ্ছে।
এই একই দিনে এমটিএ তার যানজট মূল্যের নির্ধারণ করবে। যেখানে যানবাহনগুলিকে ম্যানহাটনের দক্ষিণে এবং সিক্সটি স্ট্রিট সহ প্রবেশের জন্য ৯ ডলার টোল ধরা হবে।