ছেলের আক্রমণ থেকে বাঁচতে এক নারী জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। জানা যায়, মানসিক ভারসাম্যহীন সেই ছেলের হাতে তখন ছুরি ছিল। পরে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিন তলার জানালা দিয়ে লাফ দেন। এই ঘটনা নিউইয়র্কের কুইন্স এলাকায় ঘটে।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশীরা প্রায়ই মা-ছেলের ঝগড়ার আওয়াজ পেতেন। তারা অনেকেই জানতেন যে ছেলেটি মানসিক ভারসাম্যহীন।
তবে প্রতিবেদনে ৬৪ বছর বয়সী সেই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু তিনি আগেও জীবনের শঙ্কা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন বলে জানা গেছে। একজন প্রতিবেশী জানান, তারা সবসময়ই ঝগড়ার আওয়াজ পেতেন। ব্যাপারটা তাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল।
জানা যায়, ঘটনার দিন প্রতিবেশীকে গোপনে সংকেত পাঠান ওই নারী। তারাই পরে পুলিশকে খবর দেয়। এর মধ্যে ছেলের আতঙ্কে তিন তলা থেকে লাফিয়ে পড়েন মা।
পরে শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির নিচে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তার একাধিক হাঁড় ভেঙে গেছে। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন।
যদিও ওই নারীর মেয়ে জানান, ‘আমার মা এখন শঙ্কামুক্ত। তবে তার একাধিক হাঁড় ভেঙে গেছে। তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। আমার ভাই আসলে একজন রাক্ষস।’
এ নিয়ে পুলিশ জানায়, ওই ছেলের হাতে ছুরি ছিল। পুলিশ যখন সেখানে পৌঁছায় ততক্ষণে সে পালিয়ে গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। এর আগে তাকে প্রায় ৬০ বার গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।