ওয়েস্টার্ন নিউইয়র্কে তুষার ঝড়ে জরুরি অবস্থা জারি

Media

যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্ক জুড়ে বেশ কয়েকটি কাউন্টি এই সপ্তাহান্তে শীতকালীন ঝড়ের মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার গভর্নর ক্যাথি হচুল এমনটি জানিয়েছেন।

পশ্চিম নিউইয়র্কের এরি, চৌটাউকা, ক্যাটারাউগাস, জেনেসি, অ্যালেগনি ও ওয়াইমিং কাউন্টিগুলিকে দুপুর দুটা ৪৫ মিনিটের এর ঠিক আগে জরুরি অবস্থার মধ্যে রাখা হয়েছিল।

এ নিয়ে এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ শুক্রবার একটি সংবাদ সম্মেলনে জানান, ব্রান্ট, ইডেন, ইভান্স, হামবুর্গ ও অর্চার্ড পার্কের কিছু অংশ সহ দক্ষিণ এরি কাউন্টির একাধিক শহরে ঝড়ের ‘চরম প্রভাব’ প্রত্যাশা করা যাচ্ছে। যেখানে উত্তর এরি কাউন্টিতে সর্বোচ্চ ছয় ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশা করা হচ্ছে।

পোলোনকার্জ বলেন, ‘সোমবার পর্যন্ত তুষারপাতের পরিমাণ নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। তবে এটি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। এটি মূলত দুই দিনের সময়কালের মধ্যে পড়ছে।

এদিকে নিউইয়র্ক জুড়ে আরও বেশ কয়েকটি কাউন্টিও জরুরি অবস্থার অধীনে রাখা হয়েছে।