যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নশে ভোটার সংখ্যা ১০ জনেরও কম। যেখানে মাত্র তিনটি করে ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১০০ জনের কম, সেই কেন্দ্রগুলো চাইলে মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু করতে পারে এবং আগে ফল ঘোষণা করতে পারে। তাই এই এলাকার ভোট আগেই হয়ে যায়।
এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রথম ভোটকেন্দ্রের ফলেও সেই দৃশ্যই দেখা গেল।