যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত?

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ সময় বাকি। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশটির দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সভা-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি রেডিও টক শো ও পডকাস্টে কথা বলছেন তারা। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্বাচনী লড়াইয়ে দুই প্রার্থীর অবস্থান প্রায় কাছাকাছি।

এদিকে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন কমলা হ্যারিস। গতকাল মঙ্গলবার একটি টেলিভিশন নেটওয়ার্ককে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন কমলা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? জবাবে কমলা বলেন, ‘পুরোপুরিভাবে’। তার প্রার্থিতা দেশের দৃশ্যপট বদলে দেবে বলেও উল্লেখ করেছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও তার দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন ক্লান্ত।’