দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করলে এই অর্থে নিষ্পত্তি করতে রাজি হয়েছে সংস্থাটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, এবিসি নিউজের একজন তারকা সঞ্চালক ট্রাম্পকে নিয়ে একটি অনুষ্ঠানে মিথ্যা কথা বলেছিলেন। যেখানে তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের দায়ে দোষী’ বলেছিলেন।
জর্জ স্টেফানোপোলোস নামের সেই সঞ্চালক এ বছর ১০ মার্চ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে ওই নারী সদস্য কেন ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন, তা নিয়ে কথা বলার সময় স্টেফানোপোলোস বারবার বিচারক ও দুই জুরিবোর্ড ট্রাম্পকে ধর্ষণের অভিযোগ দোষী পেয়েছেন বলে দাবি করেছিলেন।