জেমস গার্ডনারকে বাফলো শহরের মেয়র পদের জন্য অনুমোদন দিয়েছে দ্য এরি কাউন্টি রিপাবলিকান কমিটি। এমনটি নিশ্চিত করেছে ডব্লিউআইভিবি নিউজ ফোর।
গার্ডনার এরি কাউন্টি কোর্টের বিচারক কেনেথ মামলার একজন সাবেক ল ক্লার্ক। তিনি সাবেক সহকারী জেলা অ্যাটর্নিও ছিলেন। তিনি
গার্ডনার গত বছর জেলা অ্যাটর্নি পদে রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন। তবে ডেমোক্র্যাট মাইক কিনের কাছে হেরে যান।
বাফলোর মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক কমিটির অনুমোদনে ৪ প্রার্থী
যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর মেয়র পদে এরি কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির অনুমোদন পাওয়ার প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়েছে। যেখানে আগামী ১৮ ফেব্রুয়ারি কমিটির চূড়ান্ত মেয়র অনুমোদনে ৪ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।
এই ৪ প্রার্থী হলেন ভারপ্রাপ্ত মেয়র ক্রিস স্ক্যানলন, স্টেট সিনেটর শন রায়ান, সাবেক ফায়ার কমিশনার গার্নেল হুইটফিল্ড ও কাউন্সিল সদস্য রাশিদ ওয়াট।
দলের চূড়ান্ত অনুমোদন ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে। তবে নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে দলীয় অনুমোদনের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন পেতে প্রার্থীদের জুনে প্রাথমিক নির্বাচনে জয়লাভ করতে হবে।
বাফলোর মেয়র পদে লড়াইয়ের ঘোষণা রাশিদ ওয়েটের
যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর আগামী মেয়র নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দিয়েছেন কমন কাউন্সিল মেম্বার রাশিদ ওয়েট।
এর আগে এ বছরের অক্টোবরে বাফলোর মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন বেরন ব্রাউন। পরে তিনি ওয়েস্টার্ন রিজিওনাল অফ-ট্র্যাক বেটিংয়ের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে যোগ দেন।
এরপর বাফলোর সাবেক কমন কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস স্ক্যানলন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বাফলোর মেয়র পদে লড়বেন স্টেট সিনেটর শন রায়ান
যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর পরবর্তী মেয়র নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন স্টেট সিনেটর শন রায়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা তিনি এই ঘোষণা দেন।
ভিডিও বার্তায় রায়ান জানান, বাফলো ভালো কিছুর আশা করছে। শহরটি সাশ্রয়ী মূল্যের আবাসন, স্কুল ও শিশু যত্নের জন্য তহবিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এবং শহরের জলপ্রান্তরে কাজ করাকে তার প্ল্যাটফর্ম গঠনের তালিকাভুক্ত করেছেন।
এদিকে বাফলোর ৬৩তম মেয়র হিসেবে ২০২৫ সালের নির্বাচনের আগ পর্যন্ত কাজ করবেন শহরটির সাবেক কমন কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস স্কানলন। তিনি মূলত সাবেক মেয়র বেরন ব্রাউনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
পদত্যাগ করেছেন বাফলো সিটির মেয়র ব্রাউন
বাফলো সিটির সফল মেয়র বেরন ব্রাউন তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নিউইয়র্কের দ্বিতীয় সবচেয়ে বড় শহর বাফলো সিটির পঞ্চম মেয়াদে ৬২তম মেয়র নির্বাচিত হন ব্রাউন। যেখানে ২০০৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার শহরটির নগর পিতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
প্রায় ২০ বছর টানা মেয়র থাকার পর অবসরের ঘোষণায় ব্রাউন বলেন, ‘আজ আমি বাফলোর মেয়র হিসেবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আসছে সপ্তাহে আমি ওয়েস্টার্ন রিজিওনাল ট্র্যাক বেটিং করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছি।’