নিউইয়র্ক-ওয়াশিংটনসহ একাধিক শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

Media

কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই রিপাবলিকানের বিজয়ে হতাশা প্রকাশ করে দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

গতকাল শনিবার এসব বিক্ষোভে নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়গুলো উঠে আসে।

নিউইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। গত শুক্রবারও ওরেগনের পোর্টল্যান্ড শহরে ট্রাম্পবিরোধী একই রকমের বিক্ষোভ হয়েছে।

এছাড়া ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়ার পিটসবার্গ, শিকাগো ও ফিলাডেলফিয়াতেও বিক্ষোভ হয়েছে।