যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির ১৫০০ নাগরিকের সাজা কমিয়েছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ক্ষমতাবলে তিনি এই ১৫শ’ জনের সাজা কমানোর আদেশ দেন।
এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একদিনে এতজনের সাজা কমানোর ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।
সাজা কমিয়ে দেওয়াদের মধ্যে একটি বড় অংশকে করোনা মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এ ছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।
এর দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করেছিলেন। গত জুনে হান্টার বন্দুক রাখা এবং আয়ককর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।