স্টেটেন আইল্যান্ড ও ব্রুকলিনের মধ্যে ফেরী চালুর প্রস্তাব

news-banner

নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ড ও ব্রুকলিনের বে রিজের মধ্যে ফেরী চালুর প্রস্তাব দিয়েছেন সিটি কাউন্সিলের দুই মেম্বার। দীর্ঘদিন ধরে এই রুটে ফেরী বন্ধ রয়েছে। 

শুক্রবার সিটি কাউন্সিল মেম্বার কামিলা হ্যাংকস ও জাস্টিন ব্রান্নান একটি যৌথ চিঠিতে মেয়র এরিক এডামসকে প্রস্তাব পাঠান। 

এই রুটে প্রায় ৭৫ বছর ফেরী চলেছিল৷ কিন্তু ১৯৬৪ সালে ভেরাজ্জানো - ন্যারো ব্রিজ উদ্বোধনের সময় এটি বন্ধ হয়ে যায়। 

এই বিষয়ে সিটি কাউন্সিল মেম্বার জাস্টিন ব্রান্নান বলেন, আমাদের দুই কমিউনিটির মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। মানুষ কাজ ও বসবাসের জন্য ব্রিজের দুই পাশে যাতায়াত করে। এখানে সরাসরি কোনো রুট নেই। 

তিনি আরও বলেন, এই রুটটি পুনরায় চালু করতে বড় ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। কারণ, অবকাঠামো, ফেরী স্লিপস ইতোমধ্যে আছে৷ শুধু নিউ ইয়র্ক সিটির ফেরী রুটে স্টেটেন আইল্যান্ডকে যুক্ত করতে হবে। 

এলাকা দু'টির বাসিন্দারা পুনরায় ফেরী চালু হওয়ার পক্ষে জোড়ারো মত দিচ্ছেন। তারা বলছেন, এটার উপর অনেক কর্মক্ষেত্রও নির্ভর করছে। গাড়িতে ট্রাভেল করা অনেকবেশি ব্যয়বহুল। নিউ ইয়র্ক সিটি ফেরীর সাউথ ব্রুকলিন রুটের আমেরিকান ভেটেরানস মেমোরিয়াল জেটিতে অনেক যাত্রী উঠনামা করেন। এর কিছু দূরত্বের মধ্যে সেন্ট জর্জ, স্টেটেন আইল্যান্ড থেকে বাটারি পার্ক ও মিডটাউন ওয়েস্টের মধ্যে ফেরী চলাচল করতে দেখা যায়। 

ম্যানহাটনের একটি বোট থেকে নেমে বেনসনহার্স্টের বাসিন্দা কেনেথ চিউঙ বলেন, ফেরী থাকার কারণে আমি সবসময় গাড়ি ব্যবহার করি না, আরও ফেরী চালু হলে ভালো হবে। 

ফেরী চলাচল নিয়ন্ত্রক সংস্থা নিউ ইয়র্ক সিটি ইকোনোমিক ডেভেলপমেন্ট করপোরেশনের একজন মুখপাত্র বলেন, আমরা নতুন করে সেবা বৃদ্ধি করছি না। এই সময়ে আমাদের প্রধান লক্ষ্য বর্তমান ফেরী রুটগুলো আরও সহজলভ্য, যথাযথ ও অর্থ সাশ্রয় করা।