যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল আনুষ্ঠানিকতার আগে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে। যেখানে মঙ্গলবার ওয়েস্টার্ন নিউইয়র্কের নায়াগারা ও এরি কাউন্টিতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
এরি কাউন্ডি নির্বাচন কমিশনার এ নিয়ে জানান, ভোটের প্রথম দিন এই অঞ্চলে রেকর্ড ১৮ হাজার ভোটার ভোট দিয়েছেন। যা রেকর্ড হয়ে থাকল।
মঙ্গলবার রাত পর্যন্ত এরি কাউন্টিতে মোট ৬৭ হাজার ৮৮৬ ভোট দেওয়া হয়েছে।
নায়াগারাতেও ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। যেখানে ধারণা করা হচ্ছে ৫০ শতাংশ ভোটারই আগাম ভোটে অংশ নিয়েছেন। যা ২০২০ সাল থেকে বেশি।