ট্রাম্পকে বয়স্ক-পাগলাটে আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওমাবা মঙ্গলবার রাতে এক সমাবেশে দেওয়া বক্তব্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বয়স্ক’ ও ‘পাগলাটে’ আখ্যা দিয়েছেন। এসময় তাকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্পের সমালোচনা করে ভোটারদের উদ্দেশে ওবামা বলেন, ‘আপনারা যদি ট্রাম্পকে কিংবা তাঁর রানিং মেট জে ডি ভ্যান্সকে চ্যালেঞ্জ করেন, তবে তাঁরা একটি জবাবই দেবেন; তা হলো “যা কিছু হচ্ছে, তার সবকিছুর জন্য অভিবাসীরা দায়ী”। তিনি (ট্রাম্প) আপনাদের বিশ্বাস করাতে চান যে আপনারা যদি যাকে খুশি তাকে আটক করতে ও বিতাড়িত করতে দেন, তবে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। একটি পরিকল্পনার বিষয়ে তার কিছু ধারণা আছে কেবল। আর এটা জঘন্য ও কুৎসিত। এমনভাবে এর নকশা করা হয়েছে, যেন মানুষ বিরক্ত হয় এবং রেগে যায়।