নিউইয়র্কের আলবানিতে দুই দিনব্যাপী ইসলামী সম্মেলন

Media

নর্থ আমেরিকান মুসলিম অ্যালাইন্সের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ ও ২৯ জুন নিউইয়র্কের আলবানিতে এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে সকাল ৯:০০ থেকে শুরু হবে আয়োজনটি।

এ নিয়ে এক বিবৃতিতে বলা হয়, আসসালামু আলাইকুম! আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ "প্রথম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ২০২৫"-এ আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে সম্মানিত বক্তারা তাদের অন্তর্দৃষ্টি ভাগাভাগি করে নেবেন। আপনার ঈমান এবং জ্ঞানকে শক্তিশালী করার এই সুযোগটি হাতছাড়া করবেন না!

অনুষ্ঠানের বিষয়ে এক দায়ী বলেন, এই সম্মেলনে দ্বীন, আকিদা, নবী (স:) এর মহব্বত, আদব, তারবীয়ত এবং তালীম, সবকিছু সামনে রেখে পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা এই অনুষ্ঠানের আয়োজক করেছি।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আর আপনারা আমাদের এই মেসেজ সবার কাছে পৌঁছে দেবেন।

বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাইতুনা কলেজের সোফার অ্যাসিটেন্ট ডাইরেক্টর ড. শেখ জাইদ শাইখের, শেখ কাব্বানি, শেখ ইয়াহিয়া বিন নিনবী।

অনুষ্ঠানে নারী ও যুবকদের জন্য আলাদা সেশন থাকবে।  

নিবন্ধনের জন্য https://www.zeffy.com/.../2025-international-convention এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে দুপুরের খাবার এবং রাতের খাবার অন্তর্ভুক্ত থাকবে।