৪১টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

Media

যুক্তরাষ্ট্র ৪১টি দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাতে এমনটাই দাবি করেছে।

রয়টার্স জানায়, ওই মেমোতে ৪১টি দেশের নাম ছিল। তিনটি গ্রুপে ভাগ করা হয় নামগুলো। প্রথম গ্রুপে ছিল ১০টি দেশ। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। তাদের নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিল করা হবে।

আরও পাঁচটি দেশ দ্বিতীয় গ্রুপে রয়েছে। তাদের ভিসার ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশগুলো হলো এরিত্রিয়া, হাইতি, লাওস ও দক্ষিণ সুদান।

এদিকে শেষ গ্রুপে রয়েছে মোট ২৬টি দেশের নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান, ভুটান ও মিয়ানমার। এই গ্রুপের দেশগুলো নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলোর চেয়ে কিছুটা শিথিলতা পাবে।

মার্কিন এক কর্মকর্তা এ নিয়ে বলেছেন, এই তালিকায় পরিবর্তন আসতে পারে। আর এখনো এটি ট্রাম্প প্রশাসনের অনুমোদন পায়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখনো এর অনুমোদন দেননি।

 

গোল্ড কার্ড অফারে ৫ মিলিয়ন ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ অফার চালুর পরিকল্পনা করছেন। যেখানে দেশটিতে সহজে নাগরিকত্ব পেতে দিতে হবে ৫ মিলিয়ন ডলার। এ পরিমান অর্থ দিলেই গ্রিন কার্ডের সুবিধা মিলবে। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এ নতুন নীতির ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।’

নতুন ‘গোল্ড কার্ড’ পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা। ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের বিদ্যমান ‘ইবি-৫ প্রোগাম’কে প্রতিস্থাপন করতে চলছে এই ‘গোল্ড কার্ড’ সিস্টেম। নতুন এই সিস্টেম চালু করা হলে ‘ইবি-৫ প্রোগাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

এদিকে ট্রাম্পের মতে, এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।’