যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফেয়ারফিল্ডে রামাডা বাই ওয়েন্ডহাম হোটেলে গত শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অবশেষে এই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। ২৮ বছর বয়সী মোহাম্মদ শাহরিয়ার একজন বাংলাদেশি প্রবাসী।
এর আগে শনিবার চীফ অ্যাসিসটেন্ট প্রসিকিউটর টমাস ফেনেলি জানিয়েছিলেন, গুলিতে আহত অজ্ঞাত আরেকজন হাসপাতালে ভর্তি আছেন এবং তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় অবশ্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এই এলাকায় এখন আর কোনো হুমকি নেই।
মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ঢাকার মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সেন্ট জোসেফ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি নানজিং ইউনির্ভাসিটি অব অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে বি.ই সম্পন্ন করেন। এরপর তিনি ড্রেক্সেল ইউনিভার্সিটি ও আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন।