যুক্তরাষ্ট্রের কনজুমার ফিনানশিয়াল প্রোটেকশন ব্যুরোর (সিএফপিবি) বিরুদ্ধে মামলা করেছে গুগল। শুক্রবার এই ইন্টারনেট জায়ান্ট জানিয়েছে, গুগল এর অর্থপ্রদান বিভাগ গুগল পে-কে ফেডারেল তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত হয়েছে সেটিকে চ্যালেঞ্জ করে এই এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়।
এ নিয়ে গুগলের মুখপাত্র জোসে কাস্তানেদা একটি বিবৃতিতে বলেছেন, ‘এটা সরকারের বাড়াবাড়ি সিদ্ধান্ত। এটি ঝুঁকি বাড়ায়নি এবং যুক্তরাষ্ট্রে আর সরবরাহ করা হয় না এবং আমরা এটিকে আদালতে চ্যালেঞ্জ করছি।’
এর আগে এক আদেশে সিএফপিবি গুগল পেমেন্টকে সরকারের তত্ত্বাবধানে নেওয়ার ঘোষণা দেয়। এরপরই ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করা হয়।