বাফলোতে মদ্যপ চালকের গাড়ির আঘাতে নারীর মৃত্যু

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোতে মাতাল চালকের গাড়ির আঘাতে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ঘটনায় ভুক্তভোগী সেই নারীর বয়স ছিল ৬২ বছর। বাফলোর পুলিশ বিভাগ এমনটি জানিয়েছে।

২৩ বছর বয়সী চালক নিয়োনা কানিংহামের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রির যানবাহন হত্যা ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, স্থানীয় পুলিশ রাত আনুমানিক ১০ টায় খবর পায় যে জেনেসেস স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউতে এক পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে ভুক্তভোগীকে ইসিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কানিংহাম এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ভুক্তভোগী মৃত সেই নারীর নাম বা পরিচয় জানা জায়নি।