ঘূর্ণিঝড় ‘মিল্টন’ আরও শক্তি সঞ্চয় করেছে। বর্তমানে মেক্সিকো উপকূলে অবস্থান করা ঝড়টির বাতাসের গতিবেগ ২৮১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। যেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি এখন ক্যাটাগরি ৫ এ পৌঁছানোর কাছাকাছি রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে আবহাওয়াবিদদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বুধবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে রাতে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। ফ্লোরিডার মানুষকে ইতিমধ্যে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এ নিয়ে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ২ মাইল অতিক্রম করলে এটি হারিকেন ক্যাটাগরি ৫এ পৌঁছাবে।
এর আগে মাত্র ১০ দিন আগেই ভয়াবহ হারিকেন ‘হেলেন’ দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় এটি। এতে অন্তত ২২৫ জন মানুষ নিহত হন। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছেন।