১ জুন মাঠে গড়াবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর প্রথম ম্যাচ। শেষ হবে ২৯ জুন। মাসব্যাপী ক্রিকেটের এই ফরমেটটির শ্রেষ্ঠত্ব অর্জনের ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট বলের লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট পাগল দেশগুলোর দর্শকরা৷
এবার স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশসহ মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ২০টি। গ্রুপপর্বসহ মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৫৪টি।
এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেনুতে হবে ১৬টি আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আওতাভুক্ত ক্যারিবীয় অঞ্চলের ৬টি দেশে হবে ৩৮টি ম্যাচ।
* যুক্তরাষ্ট্রে কোন মাঠে কতটি ম্যাচ
যুক্তরাষ্ট্রে ১৬টি ম্যাচের মধ্যে ফ্লোরিডা স্ট্রেটের লডারহিল শহরের সেন্ট্রাল ব্রাউয়ার্ড পার্ক মাঠে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক স্ট্রেটের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ৮টি ও ট্রেক্সাস স্ট্রেটের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৪টি ম্যাচ।
* বাংলাদেশের ম্যাচগুলো
গ্রুপপর্বে বাংলাদেশ ক্রিকেট দলের ৪টি ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে ২টি ম্যাচ। বাকি ২টি হবে ক্যারিবীয় অঞ্চলের দেশ সেন্ট ভিনসেণ্টে৷
গ্রুপপর্বে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম মাঠে নামবে ৭ জুন। যুক্তরাষ্ট্রের টেক্সাস স্ট্রেটের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সেদিন প্রতিপক্ষ থাকবে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা।
এরপর ১০ জুন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার সাথে। ভেনু নিউ ইয়র্ক স্ট্রেটের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় ম্যাচ শেষে তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ টিমকে উড়াল দিতে হবে ক্যারিবীয় অঞ্চলের দেশ সেন্ট ভিনসেন্টে। দেশটির কিংসটাউন শহরের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ১৩ জুন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।
আর ১৬ জুন গ্রুপপর্বের চতুর্থ ম্যাচটি একই ভেনুতে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।