যুক্তরাষ্ট্রের তিন দিনের ব্যবধানে ফের বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে ৬ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।
জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।
এর আগে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার ও বিমান উভয়ই বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টার ও বিমানে আরোহীদের ৬৭ জনের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।