যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথকেয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে খুনের ঘটনায় লুইজি মাঞ্জিওনিকে নিউইয়র্কের আদালতে ফেডারেল সরকারের চারটি মামলায় অভিযুক্ত হয়েছে। ২৬ বছর বয়সী মাঞ্জিওনির বিরুদ্ধে হওয়া এর একটি মৃত্যুদণ্ডযোগ্য।
পেনসিলভেইনয়া থেকে বৃহস্পতিবার মাঞ্জিওনিকে নিউইয়র্কে হস্তান্তর করার পর তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়। পরে পেনসিলভেইনিয়া থেকে মাঞ্জিওনিকে নিউইয়র্কের ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কমলা রঙের পোশাক ও হাতকড়া পরা মাঞ্জিওনিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখে আদালতে নিয়ে যান। মাঞ্জিওনির আইনজীবীরা জামিনের আবেদন দাখিল না করায় আপাতত তিনি কারাগারেই থাকছেন।
এর আগে নিউইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।