যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। প্রচার-প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নির্বাচন প্রস্তুতির শেষ সময়ে এসে ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্যগুলোর দুটি মিশিগান ও উইসকনসিনে ট্রাম্পের চেয়ে স্পষ্টত এগিয়ে রয়েছেন কমলা। যেখানে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুজনে সমানে সমান। সম্প্রতি সিএনএনের জরিপে এমন চিত্রই উঠে এসেছে।
আগামী ৫ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্রিক যুক্তরাষ্ট্রে ১৮টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। অর্থাৎ এসব অঙ্গরাজ্য মূলত ডেমোক্র্যাট–অধ্যুষিত। ১৯৯২ থেকে ২০১২ সাল পর্যন্ত সব কটি প্রেসিডেন্ট নির্বাচনে এসব অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থীরা জিতেছেন। একমাত্র ব্যতিক্রম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
জরিপ অনুযায়ী, ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগানে ৪৮ শতাংশ সমর্থন পেয়েছেন কমলা। আর ট্রাম্পের ঝুলিতে গেছে ৪৩ শতাংশ সমর্থন। উইসকনসিনে এগিয়ে কমলা। তার প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ মানুষের। এই অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। কাজেই এ দুটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট কমলার ঝুলিতে যাবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।
এদিকে সিএনএনের জরিপে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্পের সমর্থন সমান, ৪৮ শতাংশ করে। তাই ৫ নভেম্বরের নির্বাচনে এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট কার ঝুলিতে যেতে পারে, এটা এখনই অনুমান করা কঠিন।