প্রেমিকাকে হত্যার দায়ে সোমবার বাফলোর এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। গত গ্রীষ্মে ঘটে যাওয়া এই ঘটনার রায়ের পর এরিক কাউন্টি ডিস্ট্রিক অ্যার্টনি অফিস এমনটি নিশ্চিত করেছে।
জুরি বোর্ড নিশ্চিত হয়েছেন, ৩০ বছর বয়সী সাভোন স্টুয়ার্ট তার প্রেমিকা ৩৭ বছর বয়সী ম্যাকডায়ারমিড বেলকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন। ২০২৩ সালের ৭ আগস্ট পুলিশ মেইন স্ট্রিটের ৩৪০০ ব্লকে সেই নারীর অ্যাপার্টমেন্টে লাশ খুঁজে পান।
গত ডিসেম্বর থেকে জামিন ছাড়া আটক স্টুয়ার্ট সর্বোচ্চ ২৫ বছর যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হন।