যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Media

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশে ফেরত পাঠানেনা হয়েছে অনেককে।

এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিত জানিয়েছেন, গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে শত শত অবৈধ অভিবাসীকে।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একটি সন্ত্রাসী চক্রও রয়েছে। তারা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সঙ্গে জড়িত। এ ছাড়া ট্রাস্প প্রশাসন অনেক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছে। যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হচ্ছে।’