যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর আগামী মেয়র নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দিয়েছেন কমন কাউন্সিল মেম্বার রাশিদ ওয়েট।
এর আগে এ বছরের অক্টোবরে বাফলোর মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন বেরন ব্রাউন। পরে তিনি ওয়েস্টার্ন রিজিওনাল অফ-ট্র্যাক বেটিংয়ের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে যোগ দেন।
এরপর বাফলোর সাবেক কমন কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস স্ক্যানলন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে ২০১৫ সালের এই নির্বাচনে তিনি লড়াই করবেন কিনা তা এখনও জানাননি।
এর আগে স্টেট সিনেটর শন রায়ান ও সাবেক ফায়ার কমিশনার গার্নেল হুইটফিল্ড মেয়র পদে লড়ার ঘোষণা দেন।