দাবানলে এখনো পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ জনের মৃত্যু

Media

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে। যেখানে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে দমকলকর্মীরা এখনো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেননি।

এ নিয়ে কর্মকর্তারা সতর্ক করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর কর্মীরা ধ্বংসস্তুপের মধ্যে চিরুনি তল্লাশি চালাতে সক্ষম হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছেন, অগ্নিনির্বাপন অভিযান রাতেও অব্যাহত রয়েছে; বাতাস সাময়িকভাবে শান্ত থাকায় একাধিক হেলিকপ্টার থেকে পানি ছেটানোর কাজে সুবিধা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ব্রিফিং-বলেছেন, দাবানলের মোকাবিলা করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল সুবিধা ও বাড়তি তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি একে তিনি `লস অ্যাঞ্জেলেসে আঘাত হানা সর্বকালের ভয়াবহ দাবানল’ বলে অভিহিত করেছেন।