ভয়াবহ তুষারঝড় যুক্তরাষ্ট্রে, ৫ জনের মৃত্যু

Media

ভয়াবহ তুষারঝড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির বড় একটি অংশ এ ঝড়ের কারণে বরফে ঢাকা পড়েছে। প্রচুর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভ্রমণে বিশৃঙ্খলা ও বিদ্যুৎ–সংকট দেখা দিয়েছে।

জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সাতটি অঙ্গরাজ্যে। অঙ্গরাজ্যগুলো হলো মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেনটাকি ও আরকানসাস।

যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভয়াবহ প্রতিকূল আবহাওয়ার কারণে সাড়ে ছয় হাজার ফ্লাইটে বিলম্ব হয়েছে।