বাফলোর টোনাওয়ান্ডা শহরের একজন নারীসহ ৩ খুনের ঘটনায় ৩জনকে ৭৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। শুক্রবার এরি কাউন্টি কোর্ট এই রায় দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন, ৪১ বছর বয়সী আর্নেস্ট বি গ্রিন, ডেনিয়েল রদ্রিগেজ ও ২৭ বছর বয়সী ওয়াইন রববিনস। গ্রিন ও রদ্রিগেজকে ৩১ বছর বয়সী ডেনিয়েলে ক্রেটাকিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
ডিস্ট্রিক্ট এটর্নি অফিস জানায়, ২০১৯ সালের ২৭ আগস্ট ক্রেটাকির বাড়িতে ডাকাতি সময় দু'টি শিশু সন্তানের সামনে গ্রিন ও রদ্রিগেজ তাকে গুলি করে হত্যা করে। শিশুদের বয়স তখন ছিল যথাক্রমে ৮ ও ১১। বর্তমানে তাদের বয়স যথারীতি ১৩ ও ১৬।
এটর্নি অফিস আরও জানায়, অভিযুক্ত গ্রিন ও রববিনস এর এক মাস পরে সেপ্টেম্বরের ২৭ তারিখ বাফলোর মেরিম্যাক স্ট্রিটের একটি বাড়িতে ডাকাতির সময় ২১ ও ২৬ বছর বয়সী দু'জনকে খুন করে।
সহকারী ডিস্ট্রিক্ট এটর্নি হ্যাগের্টি রায়ান বলেন, খুনিরা এমন সব লোকদের টার্গেট করেছিল, যারা তাদেরকে বন্ধু হিসেবে বিবেচনা করতো। তারা ক্রেটাকির বাড়ি থেকে অর্থ নিতে সক্ষম হয়েছিল, তবে মেরিম্যাক স্ট্রিট থেকে পারেনি।