যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

Media

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির সর্বোচ্চ আসনে বসতে দ্বিতীয়বারের মতো শপথ নেন তিনি। তার আগে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেভি ভ্যান্স।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখব।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী হয়ে উঠবে।