চলতি মাসের শুরুতে রোঢে আইল্যান্ড স্ট্রিটে ময়লায় ট্রাকে ধাক্কা লেগে আহত হওয়া ১৭ বছর বয়সী বাফলোর সেই তরুণের অবস্থা এখনও সঙ্কটাপন্ন। তার পরিবারের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে অ্যাটর্নি কর্মকর্তা।
এক বিবৃতিতে কর্মকর্তা চার্লস ডেসমন্ড জানান, তরুণ সেই ছেলেটির নাম ক্ল রে। আর সেদিন স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিল সে।
রে গত ২ অক্টোবর স্থানীয় সময় সকাল ৮টা বেজে ২০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে ঐশি শিশু হাসপাতালে ভর্তি করা হয়।