আরব–আমেরিকানদের সমর্থনে এগিয়ে কে

Media

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। প্রচার-প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এই মুহূর্তে এক জরিপে দেখা গেছে, আরব–আমেরিকান ভোটারদের মধ্যে সমর্থনের দিক থেকে হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প।

দেশটির দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় আরব–আমেরিকান ভোটারদের বেশ ভালো প্রভাব আছে। তবে গাজা যুদ্ধের কারণে এসব ভোটারের সমর্থন আদায়ে পিছিয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা।

গতকাল সোমবার আরব নিউজ ও ইউগভ একটি জরিপের ফলাফল প্রকাশ করে। এতে দেখা গেছে, আরব–আমেরিকান ভোটারদের ৪৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। আর ৪৩ শতাংশ সমর্থন দিচ্ছেন কমলা হ্যারিসকে।

এদিকে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দুই সপ্তাহ পরই দেশটির ভোটাররা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি কেন্দ্রে গিয়ে নিজেদের রায় দেবেন।