প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

Media

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন এই রিপাবলিকান। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণও জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে দেশকে একত্রিত করতে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।