ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী বেসেন্ট, অ্যাটর্নি জেনারেল বন্ডি

Media

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী ও বড় পদগুলোর নাম জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন রিপাবলিকান নেতা। নতুন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন পাম বন্ডি।

অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

অন্যদিকে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর, অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।