প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্কের অন্যতম শহর বাফলোতে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। যেখানে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে করা এই অভিযানে এরি কাউন্টিতে ৪০টির বেশি শিশুর সন্ধান পাওয়া গেছে।
জাতীয় শিশু নিরাপত্তা টাস্ক ফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এরি কাউন্টি রাজ্যজুড়ে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সক্রিয় নিখোঁজ শিশুদের খবর ছিল। তাই কুইন সিটিতে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
টাস্ক ফোর্সের সিইও কেভিন ব্রাঞ্জেটি বলেন, `তারা নিখোঁজ শিশু। তারা পলাতক নয়। যদি আমরা তাদের সঠিকভাবে পর্যালোচনা করতে পারি তবে হয়তো সম্পদ, সময়, প্রচেষ্টা এবং শক্তি তাদের সঠিকভাবে সাহায্য করতে পারে।‘