আগাম ভোটের রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র

Media

সপ্তাহ খানেক পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এর আগেই বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট অনুষ্ঠিত হয়েছে। ৪০টির মতো অঙ্গরাজ্যে কমপক্ষে ৩ কোটি ২০ লাখ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্থানীয় সময় গত শনিবার ছিল আগাম ভোটের প্রথম দিন। প্রথম দিনেই ১ কোটি ৪০ লাখ মানুষ ভোট দিয়েছেন, যা একটি রেকর্ড।

আগামী ৫ নভেম্বর জাতীয় নির্বাচন শুরু। যেখানে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন।

এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা যায়।