যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে গোয়েন্দাদের 'ভুয়া তথ্যের’ হুঁশিয়ারি

Media

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি করার জন্য দেশটির প্রতিপক্ষ দেশের ভোটারদের ভুয়া তথ্যর বন্যায় ভাসিয়ে দিতে পারে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

সোমবার নির্বাচনের মাত্র ২৯ দিন আগে অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর সর্বশেষ মূল্যায়ন প্রকাশ করা হয়। যেখানে যুক্তরাষ্ট্রের ভোটাররা ৫ নভেম্বর দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন।

এ নিয়ে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখছি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা মহল ধারনা করছে, যেসব বিদেশি প্রভাব বিস্তার করতে চাইছে তারা ভোট গ্রহণ শেষ হবার পর নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলার জন্য তাদের কাজ চালিয়ে যাবে।’