নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছে ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন রিপাবলিকান এই প্রার্থী।

মার্কিন নির্বাচনে জিততে হলে ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৭ ভোটে নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার প্রতিপক্ষ ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট।

ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

তিনি আরও বলেন, এটি হবে আমেরিকার "স্বর্ণযুগ"। তিনি বলেন,‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’

ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করা হয়নি।