যুক্তরাষ্ট্রে হেলেনের আঘাতে ৯০ জনের মৃত্যু

Media

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাতে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়ায় অন্তত ৯০ জন মারা গেছেন। প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্য উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ভয়াবহ এই বিপর্যয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ, রাস্তাঘাট ও ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, এই ঝড়ে ক্ষতির পরিমাণ অন্তত এক হাজার ৫০০ কোটি থেকে দশ হাজার কোটি ডলারের সমপরিমাণ হতে পারে।

এদিকে নর্থ ক্যারোলাইনার বানকোম্বে কাউন্টিতে ৩০ জনের প্রাণহানির খবরটি নিশ্চিত করেছে স্থানীয় শেরিফ কুয়েন্টিন মিলার। কাউন্টি ব্যবস্থাপক আভ্রিল পিন্ডনার সেখানে জরুরি খাদ্য ও সুপেয় পানি সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন।