বাফলো সিটি মেয়র বেরন ব্রাউন আগামী সপ্তাহে শেষবারের মতো অফিস করবেন। একটি সংবাদমাধ্যমকে ব্রাউন জানিয়েছেন, মঙ্গলবার অথবা বুধবার হবে তার শেষ কর্মদিবস।
এর আগে বাফলো সিটির সফল মেয়র ব্রাউন ৩০ সেপ্টেম্বর সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রায় ২০ বছর টানা মেয়র থাকার পর অবসরের ঘোষণায় ব্রাউন বলেন, ‘আজ আমি বাফলোর মেয়র হিসেবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আসছে সপ্তাহে আমি ওয়েস্টার্ন রিজিওনাল ট্র্যাক বেটিং করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছি।’
২০২২ সালের জানুয়ারিতে নিউইয়র্কের দ্বিতীয় সবচেয়ে বড় শহর বাফলো সিটির পঞ্চম মেয়াদে ৬২তম মেয়র নির্বাচিত হন ব্রাউন। যেখানে ২০০৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার শহরটির নগর পিতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
কমন কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস স্ক্যানলন ২০২৫ মেয়র নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।