জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ফের চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে বন্ধের একদিন পরেই দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারী এই অ্যাপ অপারেট করতে পারছে।
এর আগে গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয় টিকটক।
এ নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।