এবার ৫ মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা বোমা হামলার হুমকিতে

Media

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রীসভার কয়েকজন ও হোয়াইট হাউস টিমের সদস্যরা দুদিন আগে বোমা হামলার হুমকি পেয়েছিলেন। এবার একই হুমকিতে পড়েছেন অন্তত পাঁচজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা।

এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কনেটিকাট রাজ্যের এই পাঁচ আইনপ্রণেতা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা তাদের বাড়িতে বোমা হামলার হুমকি পেয়েছেন। যদিও কোনও বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়া যায়নি।

এই আইনপ্রণেতারা থ্যাকসগিভিং ডে তে এক বিবৃতিতে হুমকি পাওয়ার কথা জানান। এই ৫ জন হলেন- রিপ্রেজেন্টেটিভ জিম হিমস, জাহানা হেজ, জন লারসন, জো কার্টনি এবং সিনেটর ক্রিস মরফি।