আসছে বছরে নিউইয়র্ক ও নিউজার্সির জনগণের নতুন মাথা ব্যথা কারণ হতে যাচ্ছে ‘টোল’। কেননা দুটি শহরের মেট্রো এলাকায় সেতু ও টানেলের টোলের খরচ বাড়াচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
নিউইয়র্ক ও নিউজার্সির বন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে জর্জ ওয়াশিংটন, বেওন্নে, গোয়েথালস ব্রিজ, দ্য আউটারব্রিজ ক্রসি, দ্য লিংকন ও হল্যান্ড টানেলে টোল বৃদ্ধি করা হচ্ছে।
এই একই দিনে এমটিএ তার যানজট মূল্যের নির্ধারণ করবে। যেখানে যানবাহনগুলিকে ম্যানহাটনের দক্ষিণে এবং সিক্সটি স্ট্রিট সহ প্রবেশের জন্য ৯ ডলার টোল ধরা হবে।