যুক্তরাষ্ট্রে এইচ৫এন১ বার্ডফ্লুতে আক্রান্ত হচ্ছে ডেইরি ফার্মের শ্রমিকরা

news-banner

টেক্সাসের ডেইরি ফার্ম শ্রমিকেরা শ্বাসযন্ত্র ও চোখের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে এইচ৫এন১ বার্ডফ্লুতে আক্রান্ত হচ্ছে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার থেকে জানানো হয়, ভাইরাসটি চার মাস ধরে যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত গাভীতে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে এই সংক্রমণ ৯টি স্ট্রেটের ৩৬ জন ডেইরি শ্রমিকের মধ্যে ঘটেছে।  

দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এর পক্ষ হতে বলা হয়েছে, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। সংক্রমণ এড়াতে ডেইরি ফার্মের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্রে মানুষের মধ্যে বার্ড ভাইরাসের সংক্রমণ খুব কম হয়। এটি দ্বিতীয় ঘটনা। মার্চ মাসে এই তথ্য প্রথমবার জানানো হয়।

মানুষের মধ্যে এই ভাইরাসের দ্রুত সংক্রমণ শঙ্কায় ফেলছে গবেষকদের।

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও প্রতিকার কেন্দ্র (সিডিসি) বলছে, ফার্মে কাজ করা শ্রমিকদের ডান চোখে চোখ উঠার মতো সমস্যা দেখা দিচ্ছে। তবে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা দেখা দেয়নি। এবং জ্বরও উঠেনি।

এই শ্রমিকরা অসুস্থ বা মৃত প্রাণীদের সাথে কাজ করেনি। তবে অসুস্থ গাভী, দুধের উৎপাদন কমে যাওয়া গাভী, ও ক্ষুদা কমে যাওয়া গরুগুলোর সংস্পর্শে এসেছিল। এই সময় তারা হাতের গ্লাভস পরলেও শ্বাসযন্ত্র ও চোখের সুরক্ষার কোনো ব্যবস্থা নেয়নি।

পশুপাখি ও গরুদের সংস্পর্শে কাজ করার সময় কৃষক ও শ্রমিকদের যথাযথ সুরক্ষা গ্রহণ করতে সিডিসির পক্ষ হতে বলা হচ্ছে।