বাফলোতে গুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি

Media

বাফলোতে গুলিতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার জেনেসে ও ফোগেরন স্ট্রিটের কর্ণারে এই ঘটনা ঘটেছে। এমনটি নিশ্চিত করেছে বাফলো পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৪টায় বিল্ডিংয়ের ভেতর একদল দুর্বৃত্ত এই গুলির ঘটনা ঘটিয়েছে। যেখানে একজন পুরুষ গুলিবিদ্ধ হন। পরে তাকে ইসিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িত ব্যক্তিদের আটক করতে কাজ করছে তারা।