২০২২ সালে গ্লেনউড অ্যাভিনিউতে এক ব্যক্তির ওপর গুলির দায় স্বীকার করেছেন বাফলোর ৪৫ বছর বয়সী মার্টিনকো জামেল ক্যাভার। এমনটি নিশ্চিত করেছেন এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
কর্মকর্তারা জানিয়েছেন, জামেল গ্লেনউড অ্যাভিনিউর ৩০০ ব্লকে জর্জ ম্যাকজি তৃতীয়কে (৩৩) গুলি করেন। ঘটনাটি ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ভোরে ঘটেছে৷
পরে ইসিএমসি হাসপাতালে ম্যাকজিকে নিলে মৃত ঘোষণা করা হয়।
জামেলকে সর্বোচ্চ শাস্তির দোষী সাব্যস্ত করা হয়। গত ৩০ জানুয়ারি সাজা দেওয়া হলে তাকে ২৫ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হয়। বর্তমানে তিনি জামিন ছাড়াই বন্দী আছেন।