‘শাটডাউন’ এড়াতে অবশেষে যুক্তরাষ্ট্রে বিল পাস করল প্রতিনিধি পরিষদ

Media

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা ‘শাটডাউন’ ঠেকাতে শুক্রবার যুক্তরাষ্ট্রে বিল পাস করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। এক ভোটাভুটিতে শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে অর্থ বিলটি পাস হয়। যেখানে রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও অবস্থান নেন বিলটির পক্ষে।

এক প্রতিবেদনে জানা যায়, কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ায় (৩৬৬–৩৪ ভোট) আগামী মধ্য–মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের জোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। যদিও এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ রাষ্ট্রীয় অর্থবিলকে (সরকারি ব্যয় প্যাকেজ) অনুমোদন পেতে হবে।

সিনেটের হাতেও বিলে অনুমোদন দিতে বেশি সময় নেই। শনিবার মধ্যরাতের (০৫০০ জিএমটি) মধ্যে এ অনুমোদন দিতে হবে। অন্যথায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে শুরু করবে।