রেকর্ড ১৮ শতাংশ গৃহহীনতা বেড়েছে যুক্তরাষ্ট্রে

Media

যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা রেকর্ড ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর আবাসনের উচ্চমূল্য, উচ্চ মুদ্রস্ফিতি, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাকৃতিক দুর্যোগ এবং বাড়তে থাকা অভিবাসনের মতো বিভিন্ন কারণে এই সংখ্যা বাড়ে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে শুক্রবার তথ্য জানায়।

এ নিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সমস্যা আরও খারাপ হচ্ছে, নিঃস্ব মানুষজন ফুটপাতের মতো খোলা জায়গায় তাঁবু খাটিয়ে বসবাস করছেন অনেক শহরেই এমন চিত্র দেখা যায়। ফেডারেল অঙ্গরাজ্য সরকারগুলো বিভিন্ন কৌশলে এই সংকট মোকবেলার চেষ্টা করছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট লাখ ৭১ হাজার ৪৮০ জন মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়ে জরুরি আশ্রয়কেন্দ্র, নিরাপদ আশ্রয় কেন্দ্র, ক্রান্তীকালীন আবাসিক কর্মসূচী অথবা বিভিন্ন স্থানে আশ্রয়হীন অবস্থায় আছেন। গৃহহীনের সংখ্যা প্রতি ১০ হাজারে প্রায় ২৩ জন।