ফের গ্রিনল্যান্ড কিনতে চাইলেন ট্রাম্প

Media

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করার আগেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। পানামা খালের নিয়ন্ত্রণ নিচে চাওয়ার পর এবার তিনি গ্রিনল্যান্ডের অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।

যদিও গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা ট্রাম্পের বেশ পুরনো। ট্রাম্প তার প্রথম শাসনামলেও গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনা করছেন। পরে তার মন্তব্যের জেরে ড্যানিশ কর্মকর্তারা বলেন, তাদের রাষ্ট্রের অংশ এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়।পাল্টা হিসেবে তখন ট্রাম্প ডেনমার্কে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেন। এবার আবারও একই মন্তব্য করেছেন তিনি।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। ৮০ শতাংশ তুষারাবৃত দ্বীপরাষ্ট্রটিতে মাত্র ৬০ হাজার লোক বাস করে। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড মূলত আর্কটিকের অংশ। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে এবং সম্পদের জন্য বিভিন্ন জাতির মধ্যে প্রতিযোগিতা চলছে। রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত অঞ্চল দাবি করার চেষ্টা করেছে।