যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। এবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।
ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন। তবে তিনি পরাজয় মানতে অস্বীকৃতি জানান। এমনকি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন বাইডেন। কিন্তু রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প।
বাইডেন অবশ্য ট্রাম্পের পথে হাঁটছেন না। তিনি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে।