বাফলোর পশ্চিমে গুলিতে এক ব্যক্তি নিহত

Media

বাফলো শহরের পশ্চিম দিকে শুক্রবার গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে বাফলো পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আটটায় পেনসেলভেনিয়া অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে। যেখানে প্রথামিক তদন্তে জানা গেছে, মৃত ব্যক্তিটিই লক্ষ্যতে ছিলেন।

এদিকে এই ঘটনায় পুলিশ এখনও কারো পরিচয় শনাক্ত করেনি।